জান্নাত ও জাহান্নামে মাত্র দুইটি কারণে
হাদিস শরিফ থেকে বর্ণিত
হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা), তোমরা বলেন কি জানো, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি বেহেশতে প্রবেশ করাবে ? আল্লাহ ভীতি ও সচ্চরিত্র । তোমরা কি জানো কোন জিনিস মানুষকে সর্বাধিক দোযখে প্রবেশ করাবে ? মুখ এবং লজ্জাস্থান
-- " ইমাম তিরমিযি ও ইবনে মাযাহ (র) হাদিসটি বর্ণানা করেন
উপসংহারঃ আমাদেরকে তাকওয়া এবং সুন্দর চরিত্র আর্জন করতে হবে। পাশাপাশি মুখের ভাষা ও ব্যবহারকে সুন্দর করতে হবে এবং লজ্জাহীনতা ও বেহায়াপনা পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দাও
0 Comments