ইসলামি সাধারণ জ্ঞান অর্জন
২১/ আল-কুরআনের কোন সুরা সর্বশেষ নাযিল হয়েছে ❓
উত্তরঃ আল কুরআনের সর্বশেষ সুরা আন নাসর নাযিল হয়।
২২/ আল-কুরআনের জননী বলা হয় কোন সুরা কে ❓
উত্তরঃ সুরা ফাতিহা কে আল-কুরআনের জননী বলে।
২৩/ আল-কুরআনের প্রদীপ বলা হয় কোন সুরা কে ❓
উত্তরঃ সুরা মুলক কে আল কুরআনের প্রদীপ বলা হয়।
২৪/ আল-কুরআনের সবচেয়ে বড় সুরা কোনটি ❓
উত্তরঃ আল-কুরআনের সবচেয়ে বড় সুরা হলো আল বাকারা।
২৫/ আল-কুরআনের সবচেয়ে ছোট সুরা কোনটি ❓
উত্তরঃ আল-কুরআনের সবচেয়ে ছোট সুরা হলো সুরা আল কাউসার।
২৬/ প্রথম মুসলিম কে ?
উত্তরঃ ইবরাহিম (আ)।
২৭/ সর্ব প্রথম কাবাঘর নির্মাণ করেছেন কে ❓
উত্তরঃ সর্ব প্রথম ফেরেশতাগন কাবাঘর নির্মাণ করেছেন।
২৮/ বছরে কয়দিন রোজা রাখা হারাম ❓
উত্তরঃ বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম।
২৯/ বদর প্রান্তর কোথায় অবস্থিত ❓
উত্তরঃ মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণে-পশ্চিমে অবস্থিত।
৩০/ বদর যুদ্ধে কতজন কাফির নিহত হয়েছিল ❓
উত্তরঃ বদর যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছিল।
৩১/ বদর যুদ্ধে কতজন মুসলিম শহীদ হয়েছিল ❓
উত্তরঃঃ বদর যুদ্ধে ১৪ জন মুসলিম শহীদ হয়েছিল।
৩২/ বদর যুদ্ধে মুসলমানদের সৈন্যসংখ্যা কত ছিল ❓
উত্তরঃঃ বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন ।
৩৩/ আল-কোরআনে ঈসা (আ) কে কার সাথে তুলনা করা হয়েছে ❓
উত্তরঃ আল-কোরআনে ঈসা (আ) কে আদম (আ) এর সাথে তুলনা করা হয়েছে।
৩৪/ কিয়াতর দিবসে কাদের মুখমণ্ডল সুউজ্জ্বল হবে ❓
উত্তরঃ মুমিনদের
৩৫/ কেয়ামতের দিবসে কাদের মুখমণ্ডল মলিন হবে ❓
উত্তরঃ মুশরিকদের, কাফিরদের, মুনাফিকদের।
0 Comments