আত্মীয়ের অধিকার
হযরত মুহাম্মদ (দঃ)
আত্মীয়ের অধিকার
আত্মীয়ের অধিকার সম্বন্ধেও কুরআন স্পষ্ট নির্দেশ দিয়াছে।
"আত্মীয়কে তাহার অধিকার দাও"--- (আল-কুরআন, ৩০ ৪ ৩৮)। অন্যান্য বিভিন্ন আয়াতেও কুরআন আত্মীয়ের প্রতি ভাল ব্যবহার করিবার স্পষ্ট নির্দেশ দিয়াছে ঃ “পিতা মাতার প্রতি ও আত্মীয়-স্বজনের প্রতি ভাল ব্যবহার কর।” অন্যত্র এ সম্বন্ধে কুরআন আরও আলােকপাত করিয়াছে ও
“ হে পয়গাম্বর, বল আমি আত্মীয়-স্বজনের প্রতি ভালবাসা ও মমতার জন্য তােমাদের নিকট হইতে কোন পুরস্কার চাই না।"
0 Comments