জীবনে কীভাবে সাফল্য পাবেন
————————————————
১. ফজরের সালাতের ২০ মিনিট পূর্বে ঘুম থেকে জেগে উঠুন।
২. আন্তরিকতার সহিত তাহাজ্জুদ সালাত আদায় করুন।
৩. আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করুন, আপনার হৃদয়ের ইচ্ছেগুলো পূরনের জন্যে দু’আ করুন। সত্যিকার অর্থে এই হৃদয় কি চায়, সব অব্যক্ত অনুভূতিগুলো, কষ্টগুলো আল্লাহকে জানান- তিনি আপনার কথা শুনছেন।
৪. যদি ইচ্ছে হয় তবে কান্নাকাটি করুন, আপনি দুনিয়াতে যতই পথভ্রষ্ট হয়ে যান না কেন, আপনার হৃদয়টি এমনভাবে আল্লাহর সান্নিধ্যে নিমজ্জিত করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর বান্দাকে তাঁর কাছে ফিরে আসতে দেখতে পায়। আল্লাহ সর্বদা তোমাদের সাথে আছেন, এটাই তাঁর প্রতিশ্রুতি।
৫. আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দয়ার জন্যে প্রার্থনা করুন, আন্তরিকভাবে তাঁর কাছে দু’আ করুন, সালাত আদায় করুন এবং দেখুন আপনার জীবন কীভাবে পরিবর্তিত হয়...
0 Comments