মুসলিম কে গালি দেওয়া কি,,,?
১ম হাদিসঃআবদুল্লাহ ইবনে মাসঊদ (রা) হবে বর্নিত৷ তিনি বলেন রাসুলুল্লাহ (স) বলেছেন, কোন মুসলমানকে গালি দেয়া পাপাচার এবং তাকে হত্যা করা ( অন্যায়ভাবে ) কুফুরি৷
(এ হাদিসটি ইমাম বুখারি ও ইমাম মুসলিম -এর সম্মিলিত বর্ণনা৷)
২য় হাদিসঃ
আবূ যর গিফারী (রা) হতে বর্নিত তিনি বলেন রাসুলুল্লাহ (স) বলেছেন, এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি পাপাচারের অপবাদ নিক্ষেপ করবে না এবং একে অপরের প্রতি কুফরের দুর্নাম নিক্ষেপ করবে না ৷ যদি সে লোক এরুপ না হয়,তবে তার অপবাদ তার দিকেই প্রত্যাবর্তন করবে,,,,,