ইহুদি ও নাসারাগণের সালাম এর জবাব
আনাস ইবনে মালেক (র) হতে বর্ণিত ৷ তিনি বলেন রাসুলুল্লাহ (স) বলেছেন, যখন আহলে কিতাব ( ইহুদী-নাসারাগণ ) তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা "ওয়ালাইকুম,
( তোমাদের উপরও) বলবে ৷
হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম (র) যৌথ সূত্রে বর্ণনা করেছেন করেছেন
উপসংহারঃ অমুসলিমরা ইসলামের দুশমন এবং আল্লাহর নিকট নিন্দনীয় ৷ তাই তাদেরকে সম্মান প্রদর্শন করা সঙ্গত নয় ৷