সালাম এর প্রসঙ্গে রাসুল (স) এর মতামত কি জেনে নি
প্রসঙ্গঃ অত্র হাদিসদ্বয় ছোট -বড়দের মাঝে কীরুপে সম্ভাষণ সম্পাদিত হবে তারই বর্ণনা পেশ করা হয়েছেআবু হুরায়রা (র) হতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, ছোট-বড় কে এবং পথ অতিক্রমকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে ৷
ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেনআনাস (র) হতে বর্ণিত ৷ নিশ্চয়ই আল্লাহর রাসূল (স) (একবার) কিছু সংখ্যক বালকের নিকট দিয়ে পথ অতিক্রম করলেন তাদের সালাম দিলেন৷
হাদিসটি ইমামবুখারী ও মুসলিম যৌথ সূত্রে বর্ণনা করেছেন
উপসংহার সালাম প্রদানের ইসলামী পদ্ধতি বর্ণনার মাধ্যমে ইসলামের আদব শিক্ষা দেয়া হয়
(জাযাকাল্লাহ)