যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না
📝📝
📝📝
👉👉 আবু হুরায়রা (রা) হতে বর্ণিত ৷ তিনি বলেন রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমান আনবে না ৷ ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ৷ আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না ৷ যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালবাসবে আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের সন্ধান দেবো না, যা তোমরা প্রতিপালন করলে তোমাদের পারস্পারিক ভালোবাসা ❤ বৃদ্ধি পাবে তাহলে তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন কর
( জাযাকাল্লাহ💘 )