জান্নাতে রাসুল (স) জিম্মাদার হবেন
হযরত সাহল ইবনে সা'দ (রা) হতে বর্নিত। তিনি বলেন , রাসলুল্লাহ (স) বলেন, যে ব্যক্তি আমার জন্যে তার দু চোয়ালের মধ্যবর্তী বস্তুর আর্থাৎ, জিব্বার এবং তার দু'ঊরুর মধ্যবর্তী অঙ্গ তথা লজ্জাস্থানের যিম্মাদার হবে, আমি তার জন্য জান্নাতের যিম্মাদার হব৷
ইমাম বুখারি (র) হাদিসটি বর্ণনা করেছেন
উপসংহারঃ আমাদের উচিত মুখ ও লজ্জাস্থানকে সংযত রাখা ৷ তাহলে রাসুল (স) এর সুপারিশের মাধ্যমে জান্নাতে প্রবেশের পথ সুগুম হয়ে যাবে
( জাযাকাল্লাহ )