আবু হুরায়রা (রা) এর সংক্ষিপ্ত জীবনী

  • আবু হুরায়রা ( রা) জীবনী 


নাম ও পরিচিতি  : হাদিস বর্ণনাকারী সাহাবীগণের মধ্যে হযরত আবু হুরায়রা (রা) অন্যতম তিনি ইসলাম পূর্বে দক্ষিণ আরবের "আযদ' বা দাঊস গোত্রে জন্মগ্রহণ করেন৷ ইসলাম গ্রহণের পূর্বে তার প্রকৃত নামের ব্যাপারে আকাধিক বর্ণনা রয়েছে৷ এর মধ্যে প্রসিদ্ধ হলো আব্দুস শামস, বা উমায়ের৷ তবে তিনি ইতিহাসে আবু হুরায়রা নামে পরিচিত৷ তাঁর পিতার নাম সাখর বা আমির মাতার নাম মায়মুনা৷ 

ইসলাম গ্রহণ : হযরত আবু হুরায়রা (রা) ৬২৬ খ্রিষ্টাব্দে, হিজরি ৭ম সনে খায়বার যুদ্ধের সময় মদিনায় ইসলাম গ্রহণ করেন৷ তখন তাঁর বয়স হয়েছিল প্রায় ৩০ বছর৷ ইসলাম গ্রহণের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তিনি সর্বদা রাসুলুল্লাহ ( সা) এর সোহবতে থাকতেন৷ 

হাদিসের অবদান : হাদিস বর্ণনার ক্ষেত্রে হযরত আবু হুরায়রা ( রা) এর অবদান অসামান্য৷ সাহাবীগণের মধ্যে তিনিই সর্বাধিক হাদিস বর্ণনা করেন৷  তার বর্ণিত হাদিসের সংখ্যা ৫৩৭৫ টি তিনি ছিলেন আহলুস সুফফা এর একজন সদস্য৷ হযরত ওমর (রা) তাঁকে বাহরাইন প্রদেশের ওয়ালি বা প্রশাসক নিযুক্ত করেছিলেন৷ 

ইন্তেকাল : তিনি ৫৯ বা ৫৭ হিজরি সনে ৭৮ বছর বয়সে মদীনায় ইন্তেকাল করেন৷ জান্নাতুল বাকিতে তাঁকে দাফন করা হয়