রাস্তায় নারীর চলাপেরা

 রাস্তায় নারীর চলাপেরা

আসসালামু আলাইকুম,,,,,,,,,,,, 

ইসলামে নারীদের মর্যাদা দিয়েছে বেশি 

কিন্তু তার মানি এই নয়যে  পুরুষদের মত রাস্তায় নেমে যাবো। আপনার ও তো একটা ইজ্জত আছে।  যেই ইজ্জতের দাম অনেক  তো আসুন আপনারা আগে নিরাপদ হোন আর নিরাপদ থাকুন। 

আপনার জীবন কে গড়ে তুলুন সুন্দর করে

প্রিয় বোন জানি তোমরা নিরাপদ নও এই সমাজে।  কিন্তু যতটুক জানি স্কুল কলেজের মেয়েরাই বেশি ধর্ষিত হচ্ছে।  কিন্তু মাদ্রাসার মেয়েরা তেমন হয় না কেন হয় না,,?  কারণ তারা বোরকা পরে পর্দা করে আসলে বোরকা পড়লে চেনা যায় না যে অল্প বয়স্ক নাকি বেশি বয়স্ক আর এখন তো স্টাইল হয়ে গেছে যে বোরকা পরে ঠিকই বেশিরভাগ কিন্তু তারা পর্দা জন্য  নয় শুধু স্টাইল করার জন্য। আপনাদের ট্রোল করে আমি কথা বলতেছি না আসলে যা সত্যি তাই বলতেছি হয়তো কেউ রাগ করবেনা বা কেউ খুশি হবেন 

রাস্তায় কিভাবে চলা পেরা করলে আপনি ইজ্জত হারাবেন না আশা করি 


রাস্তায় চলার সময় বোরকা পড়ে বের হোন শুধু বোরকা পড়লে হবে না।  কি রকম বোরকা আপনি পরবেন তা ও জানতে হবে আপনাকে,  এমন বোরকা পরবেন  যা দেখে মানুষ আপনাকে ছিনবে না। এরোকম বোরকা কোনটা সেটা হলো ঢিলাঢালা বোরকা যা পরলে আপকে মানুষ চিনবে যে আপনি কি যুবতি না বিদ্ধ 


আপনি এমন বোরকা বা কাপড় পরে বের হয়েন না যা দেখে ৮০ বছরের মানুষ তার যৌবনে চিন্তা কিরবে।  তাতে আপনিও গুনাহগার হবেন ওনিও হবেন তাই নিজে বাছুন অন্য কে বাছান গুনা থেকে। যদি গুনা থেকে বাছেন এবং বাছান তাহলে 

 হয়তো পরকালে মা ফাতেমার সুপারিশ পাবেন আল্লাহ তুমি সকল ভাই বোবকে বুঝার তাওফিক দাও  আমিন


নারীকে রাস্তার মাল বলে যারা 

হে যুবক তুমি নারীকে মাল ডাকো কেন তোমার ঘরে কি মা বোন্ন নেই তোমার ঘরেও মা বোন আছে তাই কথা বলার আগে নিজের দিকে ছেয়ে দেখুন 

হে যুবক তুমি হয়তো বলতে পারো আমার ঘরে মা বোন আছে কিন্তু ওরা তাদের মত না আমার মা বোন বোরকা কড়ে পর্দা করে। 

কিন্তু যারা পর্দা করে না তাদের তুমি পর্দা করতে বলো সরাসরি মাল ডাকিও না 


একজন রমণী জীবন চলার পথে নানা ধরণের সমস্যার সম্মুখিন হয়। কখনো শয়তানের প্ররোচনায় পড়ে ইসলাম বিরোধী কাজ করে ফেলে। কখনো অলসতা বশতঃ ইবাদত-বন্দেগীতে গাফলতি করে বসে। সুবুদ্ধি হলে নিজের ভুল বুঝতে পারলে তখন ফিরে আসতে চায় সৎ ও সত্য পথে। তাই নিম্নে কতিপয় সমস্যারউল্লেখ করে তার সমাধান দেয়া নিয়ে কিছু আলোচনা .. যাতে করে মুসলিম বোনতা থেকে উপকৃত হতে পারেন।

মেয়েদের জন্য সমস্ত শরীর আবৃতকারী মোটা কাপড়ের এমন ঢিলেঢালা পোশাক পরা জরুরী যাতে করে শরীরের রং, ভাজ ও অঙ্গ-প্রত্যঙ্গের আকার আকৃতি বোঝা না যায় । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের মেয়েরা অনেকে বোরকা তো চেনেই না আর ঢিলেঢালা পোশাক পরতেও ভুলে গেছে, যার কারণে সমাজে নারী নির্যাতনের মত জঘন্য অপরাধ অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলছে।এইসব থেকে সকল মা বোনকে দুরে থাকার তৈফিক দান করুন আমিন....



Post a Comment

0 Comments