হাদীস শরীফ

 আল্লাহ বলেন,

                  "হে মুমিনগণ, তোমাদের ওপর তোমাদের নিজেদের দায়িত্ব। যদি তোমরা সঠিক  পথে থাকো তাহলে যে পপথভ্রষ্ট হয়েছে সে তোমাদের  ক্ষতি করতে পারবে না.........."

                      [তরজমা, সূরা আল-মা'ইদা, ১০৫]

★যদি আমি সীরাতুল মুস্তাক্বীমের ওপর থাকি, আল্লাহ আমাকে যে যে হুকুম করেছেন সেগুলো সঠিকভাবে মেনে চলি, তাহলে কে কী করল তাতে আমার কোনো ক্ষতি হবে না। এটাই আল্লাহর ফায়সালা। আর যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে তাঁর জন্য এই ফায়সালা যথেষ্ট। ★


              "প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।"

                      [তরজমা, সূরা আল-মুদাসসির, ৩৮]

Post a Comment

0 Comments