সালাত আদায় করা ফরজ
আপনার বন্ধ থাকা মনকে জাগিয়ে তুলুন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আর জিতে নিন নিশ্চিত জান্নাত
১ 👉 ইসলামের দ্বিতীয় মৌল স্তম্ভ হচ্ছে সালাত! ঈমানের পরেই সালাতের স্থান ৷ সালাত আদায়ের জন্য আল্লাহ তা'আলা সময় নির্ধারণ করে দিয়েছেন তাই নির্দিষ্ট সময় সালাত আদায় করা ফরজ ৷
২ 👉 সালাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ ৷ এটা মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন ও আল্লাহ তা'আলার সাথে সম্পর্কে অন্যতম মাধ্যম ৷ আল্লাহ তায়ালা এজন্যই দিবা রাত্রিতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন
৩ 👉 মহান আল্লাহর সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক স্থাপনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত ৷ যা কতগুলো নির্দিষ্ট বিধান পালনের মাধ্যমে আদায় করতে হয় ৷
সালাতের সময় সময়সীমাঃ নেক্সট