আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে কিভাবে চেষ্টা করবে?
নিজের সামর্থ্য অনুপাতে সরব স্থানে, সর্ব কাজে, সর্ব সময় আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সচেষ্ট থাকবে। আল্লাহর কখন কি আদেশ তা অনুসরণ করার চেষ্টা করবে। কোন অবস্থা আল্লাহর কোন সন্তুষ্টি চায় তা পূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করবে। যদি তুমি সেই চেষ্টাই করো তাহলে কখনো ভুলে যদি তোমার পক্ষ থেকে গুনাহ হয়ে যায় তাহলে তার সাথে সাথে তাওবা করবে। এবং এর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর আরো নৈকট্যঅর্জন করতে সচেষ্ট হবে। এবং আরো বেশি ইবাদত করবে। যদি তাওবা করতে পারো তাহলে তোমার ইবাদতের শক্তি আরো বেড়ে যাবে। আর আল্লাহর উপর ঈমান হলো তোমার সবচেয়ে বড় আনুগত্য। কারণ, এর উপরই সকল ইবাদতের ভিত্তি স্থাপন করা হয়েছে। আর ঈমানের একটি অংশ হলো, তুমি আল্লাহর দিকে এগিয়ে যাবে। আল্লাহ তাআলা এ বিষয়টি হাদীসে কুদসীর মধ্যেও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক গজ অগ্রসর হই। আর যদি সে আমার দিকে এক গজ অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক বা‘ম অগ্রসর হই। আর সে যদি আমার দিকে হেটে আসে আমি তার দিকে দৌঁড়ে যাই।
0 Comments