১ / মুসা ( আ ) লাঠি দ্বারা আঘাত করলে পাথর থেকে কয়টি ঝরণা প্রবাহিত হলো ❓
উত্তরঃ মুসা (আ) লাঠি দ্বারা আঘাত করলে ১২টি ঝরণা প্রবাহিত হলো ৷
২ / প্রশ্ন ইহুদিদের ভ্রান্ত বিশ্বাস কী ছিল ❓
উত্তরঃ তারা মনে করতো যে, সামান্য কয়েকদিন দোযখে জ্বলবে, পরে স্থায়ীভাবে জান্নাতে থাকবে।
৩ / ইহুদিদের দাবি মোতাবেক তারা কত দিন দোযখে থাকবে ❓
উত্তরঃ ইহুদিদের দাবি মোতাবেক তারা ৭দিন দোযখে থাকবে।
৪/ মহাগ্রন্থ আল-কোরআন কী ❓
উত্তরঃ আল্লাহর শাশ্বত বাণী।
৫/ কুরআন কাদের হেদায়েত করবে ❓
উত্তরঃ সকল মানুষকে।
৬/ কুরআনের ভাব, ভাষা, মর্ম ও বিষয়বস্তুর সবকিছুই কার ❓
উত্তরঃ কুরআনের সব কিছু একমাত্র আল্লাহর।
৭/ আল-কুরআনের উৎস কি ❓
উত্তরঃ আল- কুরআনের উৎস হচ্ছে ওহি।
৮/ ওহি শব্দের অর্থ কি ❓
উত্তরঃ ওহি শব্দের অর্থ হলো সংবাদ দেয়া।
৯/ নবিদের ক্ষেত্রে ওহি কয়ভাগে বিভক্ত ❓
উত্তরঃ নবীদের ক্ষেত্রে ওহি হলো ৩ ভাগে বিভক্ত।
১০/ ওহির কোন পদ্ধতি রাসুল (স)- এর জন্যে কষ্টদায়ক ছিলো ❓
উত্তরঃ ঘন্টাধ্বনির ন্যায় ওহি।
১১ / কুরআনের পাণ্ডুলিপি প্রথম কে তৈরি করেন ❓
উত্তরঃ আবু বকর (রা) তৈরি করেন।
১২/ কার নির্দেশে কুরআন মাজিদের হরকত সংযোজন করা হয় ❓
উত্তরঃ হাজ্জাজ ইবনে ইউসুফ।
১৩/ কুরআন মাজিদে নুকতা সংযোজন করা হয় কার নির্দেশে ❓
উত্তরঃ আলি (রা)।
১৪/ কুরআনুল কারিমে কে নুকতা সংযোজন করেন ❓
উত্তরঃ আবুল আসওয়াদ আদ দুরাইলি (র)।
১৫/ আল-কুরআনের কতজন ফেরেশতার নাম উল্লেখ আছে ❓
উত্তরঃ আল-কুরআনের ৫ জন ফেরেশতার নাম উল্লেখ আছে।
১৬/ আল- কুরআনে কতজন সাহাবির নাম উল্লেখ আছে ❓
উত্তরঃ আল-কুরআনের একজন সাহাবির নাম উল্লেখ আছে।
১৭/ কোন নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ❓
উত্তরঃ মুসা (আ)।
১৮/ পবিত্র কুরআনের প্রথম অবধারিত পূর্ণাঙ্গ সুরাটির নাম কি ❓
উত্তরঃ আল-ফাতিহা।
১৯/ পবিত্র কুরআনের সেজদার আয়াত কিয়টি ❓
উত্তরঃ ১৪টি।
২০/ কুরআন শব্দটি পবিত্র কুরআনে কয় বার এসেছে ❓
উত্তরঃ পবিত্র কুরআনে কুরআন শব্দটি ৬১ বার এসেছে।
0 Comments