ইসলামে নামাজের গুরুত্ব

 ইসলামে নামাজের গুরুত্ব 


                                👇👇

নামায ফারসী ভাষার শব্দ। আররীতে বলা হয় সালাত । সালাত শব্দটি বিভিন্ন আর্থে ব্যবহার হয়। যেমন - নামাজ, দুরুদ দো'আ,এস্তেগফার, সম্পর্কে প্রভৃতি। পারিভাষিক অর্থে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত এবাদত আদায়ের নাম সালাত। সালাত বা নামাজ ইসলামের পঞ্চম স্থান। ঈমানের পরেই নামাজের স্থান । নামাজ এমন একটি এবাদত, যা ধনী-নির্ধন, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিস্কসম্পন্ন প্রত্যেক মুসলমানের উপর সর্বদা  সর্ববস্থায় নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। নামাযের ফরজ হওয়ার বিষয়টি অস্বীকারকারী কাফের। নামাজ অস্বীকার করলে সে নিজেকে মুসলমান বলে পরিচিয় দেওয়ার কোন অধিকার থাকে না। তো আসুন সবাই আজ থেকে ৫ ওয়াক্ত  নামাজ পড়ি নিজের ঈমান তাজা করি। রাসুল (সাঃ) শেষ কথা বলে গেছেন যে তোমরা সালাত কায়েম কর। নামাযের মধ্য দিয়ে আল্লাহ ও বান্দার মাঝে এক বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়।বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে,  যা অন্য এবাদত দ্বারা সম্ভব হয় না এ কারণেই নামাজ কে মুমিনের মেহেরাজ বলা হয়েছে, আবার নামায মুসলমান ও অমুসলমানদের মধ্য পার্থক্য সৃষ্টি করে  ( আল হাদীস)   এরকম গুরুত্বপূর্ণ এবাদাত আমরা কখনো ছেড়ে দিতে পারি না।

আমরা শুধু নামাজ পড়লে হবে না আমাদের পরিবারের সবাইকে নামাজ পড়ার উপদেশ দিতে হবে ও বন্ধ বান্ধব সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে মুসলিম হিসেবে এটাও একটা দায়িত্ব!

সবাই মিলে নামাজ পড়ি সুন্দর একটা পরিবেশ গঠন করি

Post a Comment

0 Comments