আসসালামু আলাইকুম
আমাদের নামাজের ভিতরে কিছু ভুলের কারণে আমাদের নামাজ মাকরুহ হয়ে যায়।
আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন আরো ভালো ভালো আমল করেন। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনার আমল নামায় লিখা হচ্ছে কি? না! কারণ আপনি জানেন যে কবুল করার মালিক এক মাত্র আল্লাহ তায়ালা। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে, কি ভাবে আমল করলে আল্লাহ তায়ালা কবুল করবেন, কাল কিয়ামতে দিন আপনার আমল নামা আপনার হাতে যখন দিবে, তখন দেখতেছেন কোন কিছু জমা হয়নি। তখন আপনার চাইতে হতভাগা আর কেউ নাই।তো আমরা নামাজের মধ্যে যে মাকরুহ হয়ে যায় এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। শুধু মাকরুহ না, সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ।
যে যে কারণে আমাদের নামাজ মাকরুহ হয়ে যায় তা কি কি জেনে নেওয়া যাক!
১-পরিহিত কাপড় টানাটানি করা।
২- সিজদার স্থান ছাড়া অন্য জায়গা হতে কংকর সরানো। কেননা এটা একটা অনর্থক কাজ।
৩-আঙ্গুল ফুটানো।
৪- কোমরে হাত রাকা। কেননা এটা ইহুদিদের কাজ।
৫- কাপড় নাড়া-চাড়া করা।
৬- ঘাড় ফিরিয়ে এদিক সেদিক লক্ষ্য করা।
৭-পুরুষের চুল বাঁধা থাকা।
৮ বিনা প্রয়োজনে কুকুরের ন্যায় বসা।
৯- চার জানু হয়ে বসা।
১০- হাত ও মাথার ইশারায় সালামের উত্তর দেয়া।
১১- ইমামের জন্যে একাকী মিহরাবে বাঁডানো।
১২- প্রথম সারিতে স্থান থাকা সত্ত্বেও পেছনে দাঁড়ানো।
0 Comments